Skip to content
Home » Blog » ভিজুয়াল নেভিগেশন কি? কাস্টমার রে পথ দেখানো সম্ভব?

ভিজুয়াল নেভিগেশন কি? কাস্টমার রে পথ দেখানো সম্ভব?

আচ্ছা, ভিজুয়াল নেভিগেশন শেখাই আসেন। একটা নতুন শহরে গেলে আমরা তো সব চিনি না রাস্তাঘাট, তো আমার একজন গাইড প্রয়োজন হয়, রাইট? তো ওয়েবসাইট ডিজাইন এও আমি চাইলেই আমার কাস্টমার/ভিজিটর রে কিন্ত পথ দেখাইতে পারি।

ছবিটার দিকে ভালো ভাবে খেয়াল করেন।
যদি উপরের টা সাইটে ব্যাবহার করি, আমার কাস্টমারের চোখ শুরুতেই চলে যাবে আমার মডেলের চেহারায়। তারপর আপনার সামার অফার না কি ডিসকাউন্ট দিতেছেন মেইন হেডার ফ্রেমে সেইদিকে নজর যাওয়ার আগেই যদি স্ক্রল করা শুরু করে দেন কাস্টমার, পেজের নিচের দিকে চলে যান?

এইবার নিচের ছবিটায় তাকান, এইখানে আমি মডেল সেইম ইউজ করেছি, ফটোগ্রাফিতে এক্সট্রা খরচ তো নাই, জাস্ট তার একটা সাইড ভিউ নিয়েছি। সে কিছু একটার দিকে তাকায় আছে, কিসের দিকে? এইবার আমি কি প্রমোট করতেছি মেইন সেকশনে সেইটার দিকে আমি তারে ঠেলে দিতে পারি জাস্ট একটা ইমেজ ব্যাবহার করেই।

বেসিক হিউম্যান সাইকোলজি, রাস্তা দিয়ে হেটে যাচ্ছেন, হুট করে কয়েকটা লোক উপর দিকে তাকাইলো, আপনিও তাকাবেন না? এই সহজ সাইকোলজি টাই ভিজুয়াল নেভিগেশনে ইউজ করে আমি কাস্টমার রে পড়াইতে পারি যে সামার অফার চলতেছে বা এই নিউ কালেকশন টা আপনার দেখা জরুরী।

এটা প্রোপারলী ইমপ্লিমেন্ট করতে আমাদের মনে রাখা লাগবেঃ

১। হিউম্যান ফেইস ইম্পর্টেন্ট, বিউটিফুল হিউম্যান ফেইস আরো বেশী ইম্পর্টেন্ট। মানুষ সিম্পলী সুন্দর মানুষদের পছন্দ করে।

২। মডেলের সাইড প্রফাইল ভালো হইতে হবে। আমার এক্সাম্পল নিচের ছবিটায় মডেলের সাইড থেকে ভিউ কিন্তু প্রপার না, নাক, জ-লাইন এগুলো এট্রাক্টিভ দরকার আমার।

৩। এত কাহিনী করে কাউকে যদি আমি একটা লাইন পড়াইতে পারি, তার পড়াটা ইম্পর্টেন্ট করা উচিত, রাইট? সো এইখানে ফ্যান্সি ব্র্যান্ড ট্যাগলাইন না, জাস্ট যেইটা আপনি আসলেই সেল করতে চান, সেটা সম্পর্কে ক্যাচি কিছু লিখেন, লিখে একটা কল টু একশন বাটন দেন। Buy Now শব্দটাই ভুল, কিনতে বইলেন নাআআআআ। বলেন “কালেকশন দেখেন বা এক্সপ্লোর করেন।” ( এইটা নেন স্যার – থেকে স্যার এইটা দেখেন উত্তম )