অফার – বাংগালী লোভ – বিড়াম্বনা

এই সাত সকালে বিক্যাশ থেকে অফারের নোটিফেশন আসলো। কার্ড থেকে বিক্যাশে এড মানি করলেই বোনাস। আরো স্পেসিফিক ভাবে কার্ড থেকে ৩৫০০ টাকা এড মানি করলে ৩৫ টাকা বোনাস/ক্যাশব্যাক পাব। হোয়াট এ ওয়ান্ডারফুল ডীল, রাইট? রাইট? হাজারে ১৫ টাকা ক্যাশ আউট চার্জ হলেও ৩৫০০ টাকা বের করতে আমার খরচ হবে ৫২.৫০ টাকা।

এদিকে প্রতিবছর দারাজের মত দেশের ইন্ডাস্ট্রি লিডার, অলরেডি যাদের মার্কেট শেয়ার মেজরিটি, তাদের বিভিন্ন অফার লেগেই থাকে। একটা গেলো ১১.১১ অফার। পন্যের দাম ধরুন ২০০০ টাকা, অফারের ঠিক এক মাস আগে সেটার দাম করে দেয়া হলো ৬০০০ আর অফারের দিন দেয়া হইলো ৬০% অফ। আপনার আসলেই সেইটা দরকার কিনা না ভেবে চিন্তেই এত অল্প দামে পাচ্ছি, ব্যাস, দিয়ে দিলেন ফাদে পা। হিসেব করলে দেখবেন আপনি ৪০০ টাকা ঠকে গেছেন। কিন্তু বাংগালী অংকে কাঁচা, সম্পাদ্য, উপপাদ্য মুখস্ত করে পাশ করে এসেছে, কি করবেন এদের নিয়ে। কয়টা ছেলে আছে যারা পিথাগোরাসের উপপাদ্যের মুলভাব আমাকে কয়েক লাইনে বুঝিয়ে বলতে পারবে?

স্ক্যাম তো আছেই। ডিরেক্ট বিশাল ছাড়ে পন্য কিনুন স্ক্যামে তো ইকমার্স ইন্ডাস্ট্রি, যেটা এক যুগ ধরে তীলে তীলে গড়ে তুলার চেষ্টা করতেছিলাম আমরা, সেটার বারোটা বেজেই গেছে। মানুষের হাজার কোটি টাকা মেরে দিয়ে গায়েব কম্পানীর সংখ্যাও তো কম না, ইদানিং আর মানুষ কে টানা যাচ্ছে না, সো নতুন কিছু স্ক্যাম এর আবির্ভাব হয়েছে। উদাহারন দেই,

১। মেক মানি অনলাইনঃ এই দেখেন আমার এত এত টাকা। আপনিও আমার মত টাকা কামাইতে পারবেন, কানাডায় সেটেল হইতে পারবেন। কি করতে হবে? আমার কোর্স কেনেন, যেখানে আপনাকে আমি কাজ শেখাবো। বিশ্বাস না হইলে শূনুন আমার স্টুডেন্ট ( পড়ুন আমার ভাড়া করা মডেল অথবা আমার স্টাফ ) এর মুখ থেকেই। একটা দিয়ে না হলে পুরো ইউনিভার্সিটি খুলে বসুন, এন্ড টাকা দিলে সব ইউটিউবার লাইন দিয়ে সবার ওয়ালে চলে যাবে ” কিভাবে একটিভ জার্নাল এ জয়েন করবেন, সেখানে আয় করার বহু বহু ইনকাম সোর্স এর কোর্স আছে, ( যেগুলো ইউটিউবে সার্চ করলেই ফ্রিতে এ টু যেড পাওয়া যায় ) করে ফেলেন, ব্যাস আপনিও আমার মত ধনী হয়ে যাবেন। কোর্স করতে মনে চায় না? তাহলে আমার কোর্স ই আরেকজনের কাছে বেচেন, ৩০% কমিশন ( পড়ুন দালাল ফি ) পেয়ে যাবেন।

আপনি ধনী হতে পারবেন কিনা সেটা তো তার টার্গেট ই না ভাই। আপনার কোর্স কেনার টাকা দিয়ে তার ধনী হতে টাইম বেশীদিন লাগবে না।

২। ক্রিপ্টোঃ যারা শুরু থেকেই আছেন, তারা জানেন এটা কত রিস্কি একটা সেক্টর। ব্যাপার টা শেয়ার মার্কেট থেকেও ভয়াবহ জটিল। শেয়ার মার্কেটে লিস্টেড কম্পানীগুলো হয়তো কিছু বানায়, আমের জুস হোক আর ঢেউটিন, ক্রিপ্টো তো একরকম পঞ্জি স্কিম রে ভাই। যেই জিনিষ টার রিয়েল ওয়ার্ল্ডে কোন কাজ নাই, প্র্যাকটিক্যাল কোন ইউজকেস নাই, আপনার কেন মনে হয় আপনি ১০ টাকায় কিনলেন, কাল আরেকজন ১৫ টাকায় কিনলো, এন্ড পড়শু আপনি আবার ২০ এ বেচে দিয়ে বেরিয়ে আসতে পারবেন। পারবেন না, রাগ পুল বলে একটা শব্দ আছে। এইখানে, আমার ডেস্কে বসে আমি নেক্সট আধাঘন্টায় ব্র্যান্ড নিউ একটা ক্রিপ্টোকারেন্সি বানিয়ে ফেলতে পারি। নিজের কাছে অর্ধেক রেখে বাকিটা দিলাম মার্কেটে ছেড়ে। মানুষ কিনলে দাম বাড়তেই থাকবে, দাম বাড়তেছে দেখে অন্যরা কেনা শুরু করবে, দাম বাড়তে বাড়তে আমি যখন মনে করবো থাক, আর দরকার নাই, আমার কাছে থাকা অর্ধেক বেচে দিয়ে টাকা নিয়ে আমি গায়েব। আপনার কাছে আমার শিমুল কয়েন থাকতে পারে ১ লাখ, বা ১ মিলিওন, দাম ০.০০০০০১ ডলার হয়ে গেলে ওটার কোন ভ্যালু আছে? আপনি বেচতে গেলে মানুষ কিনবে? নাকি দুনিয়ার কোন দোকানদার আপনার কাছে থাকা ১ মিলিওন শিমুল কয়েন দিয়ে এক কাপ চা দেবে আপনাকে? নিজেকে প্রশ্ন করেন।

৩। জুয়াঃ এটা তো আদিম কাল থেকেই হয়ে আসতেছে, তবু নাহয় একটা চিপাগলীতে ৩ জন মিলে খেলতে বসলে একজন জিতবে। বাট অনলাইনে? আপনি একটা সহজ প্রোগ্রামের সাথে খেলতেছেন। চ্যাটজিপিটিরে বললে আমাকে ৩০ সেকেন্ডে কোড লিখে দিবে। যেখানে আমি আপনাকে প্রথম দুইবার ছোট অংকের টাকা জিতিয়ে লোভ ধরাবো, তারপর আপনি পুরো টাকাটা হারাবেন। কোড টাকে অনেক জটিল করা যায়, অনেক গুলা ফ্যাক্টর এড করা যায়, বাট রিমেম্বার, The House Always Wins. সো আপনি যতবড় খেলোয়ার ই হন না কেন, অনলাইনে গ্যাম্বলিং করতে গেলে আপনি হারবেন। আপনি এমন একজন মানুষকেও চেনেন যে অনলাইনে গ্যাম্বলিং করে গাড়ি বাড়ি করে ফেলেছে? সম্ভব না, কোডের সাথে পারবেন না। একটা ৫ মেগাবাইটের দাবা মোবাইলে নামায় হার্ডেস্ট লেভেলে খেলতে বসেন আগে। দেখা যাক, কোডের থেকে আপনি বেশী স্মার্ট কিনা।

আমি আমার নিজের জাতিকে বকতেছি না। ধনীরা তো এসব ফাদে পা দেন না। ধনীরা বোকা না, বোকারা ধনী হতে পারে না। পা দেন অসহায় ডেস্পারেট মানুষ জন। যাদের আসলেই দরকার, এন্ড এ ধরনের ফাদে পা দেন তারাই। সেটা একটা ছেলে আর্লী টুয়েন্টিজ এ কোর্স কিনে শিখে নিজে কিছু করার চেষ্টা থেকে হোক, বা একজন মধ্যবয়সী বাবা নিজের পরিবার কে সাপোর্ট করতে অমুক কম্পানীতে ইনভেস্ট করে হোক। ইনভেস্ট কি জিনিষ সেটার মৌলিক জ্ঞ্যান ও না থাকলে দয়া করে নিজের টাকা আরেকজন কে দিয়ে দেবেন না। আপনার আসেপাসে এরকম মানুষ আছে যারা এই ফাদ গুলোতে পা দিতেছে, তাদের বোঝায় বলেন। দরকারে আমার লেখাটা পড়তে বলেন। তারপরেও তারা মানতে চাইবেন না, তারা ব্রেইন ওয়াশড, এন্ড তাদের অন্তর কে লোভ গ্রাস করেছে।

” লোভে হবে পাপ, পাপ এ হবে পল্টি ” – ভিটামিন টি নামে একটা পুরনো বাংলা নাটকের টাইটেল গান আছে আপটাউন লোকালয এর।