ক্লায়েন্টের কাজ করে দিয়েও পেমেন্ট পাইতেছেন না? আপনি একা না ব্রো, আমরা সবাই ফেস করে আসতেছি এটা এক যুগের বেশী সময় নিয়ে। ২৫-৫০% এডভান্স না নিয়ে কাজের চিন্তাও করবেন না, শুরু করা দুরের কথা। ফুল পেমেন্ট হাতে না পেয়ে প্রযেক্ট ডেলিভারী দেবেন না। আমার কথা না শুনলে পাছামারা আপনার যাবে, আমার না।
কি কি বলে?
১। ভাই এইটা তো শুরু, এর পরে কত কাজ দিব কুলাইতে পারবেন না, এবার কম নেন।
২। ভাই আমার শ্বশুর এর বিয়ে, আমি একটু ব্যাস্ত, ফ্রি হয়েই দিয়ে দিচ্ছি।
৩। হাতের একটু টানাটানি যাচ্ছে, কদিন পরে নেন ভাই।
৪। হ্যা ভাই, বলেছিলাম তো আজ দিব, আজ পারতেছি না, কাল দেই? ( Repeat*1024000000000 )
৫। ব্যাবসা শুরুই তো করলাম ভাইয়া, কয়টা বিক্রি হোক, আপনার টাকা দিয়ে দিব।
এই ধরনের কথা যে বলতেছে, ধরে নেন তারে দিয়ে হবে না। বিজনেস ও না, তার ফিউচার ও গভীর অন্ধকার। কেনো? তার মুখের কথার ভ্যালু, কমিটমেন্ট, অনেস্টি। যার এটা নাই, সমস্যা তার মাথায় বা পকেটে না। তার মেরুদন্ডে সমস্যা আছে, এন্ড এই ব্যাকা মেরুদন্ড নিয়া তিনি মার্কেটে বিজনেস করবেন, এন্ড কাস্টমার, তার সাপ্লায়ার সময়মত সঠিক সার্ভিস পাবে এইটা আশা করেন কিভাবে?
কি করা উচিত?
১। প্রজেক্ট সম্পর্কে ফুল আইডিয়া নিন, যেটা পারবেন না সেটা সরাসরি না করে দিন।
২। ক্লায়েন্ট যা চাচ্ছে আপনি ক্লিয়ার ধারনা পেয়েছেন? গুড, এবার তাকে জানিয়ে দিন ফাইনাল ডিসিশন দিতে, সরাসরি বলুন একবার কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর উনার সাইটে কিছু চেঞ্জ করতে হলে এক্সট্রা পেমেন্ট দিতে হবে।
৩। এরপরেও ক্লায়েন্ট বারবার রিভিশন চাচ্ছে? ওকে, এইটাকে আমরা বলি ক্লায়েন্ট পিরিওড বা মহিলাদের মাসিকের সময় যে মুড সুইং হয়, সেই অবস্থা। এই অবস্থা থেকে মুক্তি পাওয়া কঠিন, এখানে আপনাকে শক্ত হতে হবে। তাকে বলতে হবে তিনি ইন্টারনেট সম্পর্কে যতদুর জানেন, তার নিজের শরীরের কিডনী সম্পর্কেও অভিজ্ঞতা ততটুকুই। তার ডাক্তারের পরামর্শ শোনা উচিত, আপনি তার থেকে অনেক কিছুই বেশী জানেন এটা সরাসরি বলুন, এটা আপনার এক্সপেরিয়েন্স, শো অফ না।
৪। এরপরেও ক্লায়েন্টের রিভিশন চাওয়া না থাকলে থেমে যান। সরাসরি বলুন আপনি আর কাজ টা করবেন না। আপনার সময় এক্সপেন্সিভ, রাইট? আপওয়ার্কে আপনার এক ঘন্টা সময়ের মুল্য ২০-১৫০ ডলার রাইট? এই মুল্যবান সময় এই গর্ধব টার পেছনে ব্যায় করা লস আইটেম। ক্যান্সেল ইট, ব্লক হিম, রিপোর্ট হিম।
৫। উপরের সমস্যাগুলো না থাকলে ডেলিভারী দিন, কিন্তু আগে ফুল পেমেন্ট নিন। পেমেন্ট ফুল না নিলে জীবনেও পুরো টাকা পাবেন না, বরং সম্পর্ক এত খারাপ পর্যায়ে যাবে, তখন নিজে আফসোস করবেন যে “এই বাইঞ্চোদ টার জন্য আমি এত সময় খাটনি করলাম কোন দুঃখে“।