নেপোটিজম ( Nepotism ) বা স্বজনপৃতি কেনো ভয়াবহ ক্ষতিকর?

নেপোটিজম ( Nepotism ) বা স্বজনপ্রীতি একটা ব্যাবসায় প্রতিষ্টান কে ধ্বংস করতে ইনাফ, আর কিছুর দরকার নাই।

গতকাল আমার এক এক্স ক্লায়েন্ট আমাকে ফোন দিয়েছিলেন, বেশ বড় একটা কম্পানীর মালিক। ভদ্রলোকের সাথে আমার সম্পর্ক বেশ ভালো, পিতৃসুলভ আচরন করেন। তো উনি জানালেন উনি কম্পানীর একটিভ ডিউটি ছেড়ে দিয়ে উনার বর্তমান ম্যানেজার কে চিফ পজিশনে বসাতে যাচ্ছেন। ভদ্রলোকের ছেলেকে আমি চিনি, আমরা বেশ ক্লোজ, অন্তত তার আমার মিউজিক নিয়ে বেশ আড্ডা হয়েছে অনলাইনে। ভাইয়া এখন ভদ্রলোকের কম্পানীতে একটা ছোট পদে কাজ করতেছেন।

আমি একটু অবাক হয়েই জিগেস করলাম ভাইয়াকে প্রমোশন দিলেন না? উনি বললেন ওর আরো ১০ বছরের অভিজ্ঞতা দরকার আছে ফিল্ডে, নাহলে বসের চেয়ার সামলাইতে পারবে না।

বারবার আমি এই ব্যাপার টা ভালো ব্যাবসায়ীদের মধ্যে দেখেছি। সেটা ক্ষুদ্রকম্পানী হোক, বা মাল্টিন্যাশনাল ফার্ম। কম্পানীতে জব বা দায়িত্ব দিতে হলে উনারা আত্বীয়স্বজন, বন্ধুবান্ধব দের এরিয়ে চলেন। নিজে অবসরে গেলে হয়তো ছেলেকে দায়িত্ব দেন, বাট তার আগে ছেলেকে রেডী করে নেন। দেশে পড়িয়ে আবার বাইরের দেশে উচ্চশিক্ষা নিয়ে প্রথমে ছোট ছোট দায়িত্ব দিয়ে রেডি করে তারপরে মুল দায়িত্ব। ছেলে,মেয়ে ছাড়া আর কাউকেই নিজের ব্যাবসায় ইনভল্ভ করতে চান না।

প্রথম প্রথম আমার কাছে ব্যাপার টা অদ্ভুত লাগতো। নিজের কাছে লোকজন কে অবিশ্বাস করে অচেনা লোকদের জব দেয়া ব্যাপার টা কেমন দেখায় না? বাট এর পেছনে খুব ইম্পর্টেন্ট এবং সুক্ষ কারন আছে।

১। ধরা যাক আপনার ছোট ভাইকে আপনি ম্যানেজার বানাইলেন। সে দোষ করলে তার নামে কমপ্লেইন করার সাহস করবে না আর কেউ নিজের চাকুরী খোয়াইতে।

২। যাকে দায়িত্ব দিচ্ছেন, তিনি জবাবদিহীতার উর্ধে হলে তার ভুলে কম্পানী ডুববেই। তার কথা আপনার কাছে বেশী বিশ্বাসযোগ্য আপনার কম্পানীতে কাজ করা অন্য কারো থেকে বেশী, রাইট?

৩। তিনি প্রপার যোগ্য না হয়েও সম্পর্কের খাতিরে উচু পদ পেয়েছেন। অথচ তার থেকে যে বেনিফিট পাবে কম্পানী, তার তুলনায় একজন যোগ্য মানুষের থেকে কম্পানী অনেক বেশী বেনিফিট পাবে। কিন্তু যোগ্য মানুষের রাস্তা আটকায় দিতেছেন সম্পর্ককে প্রাধান্য দিয়ে। দিনশেষে স্যালারী সেইম দিলেও আউটপুট কম পাচ্ছে আপনার কম্পানী।

৪। দুর্নীতির বিশাল ক্ষেত্র তৈরী হয়। কারন ১ নাম্বার পয়েন্টটার কারনেই। তিনি হিসেবে হেরফের করলে তাকে ধরার কেউ নাই, ইভেন আপনি নিজে জেনে ফেললেও আপনার সফট পয়েন্ট থেকেই যাবে। তাকে এক ধাক্কায় ফায়ার করতেও বাধবে আপনার।

নেপোটিজম একটা কম্পানীকে ডুবায় সুধু তা না, একটা কালচার কে ডোবায়। বলিউডের বেশ করুন অবস্থা অমুকের ছেলে অমুকের মেয়ে কে ইন্ডাস্ট্রিতে যায়গা দিয়ে। পৃথিবীর অনেক দেশের করুন অবস্থা অমুকের আত্বীয় কাউকে ক্ষমতার আসনে বসিয়ে দিয়ে।

নেপোটিজম দিনশেষে কোন উপকার না করে ক্ষতি ই করে, সো মানুষের উচিত বিজনেস রিলেশন কে প্রাধান্য দেয়া, লিটারেল রিলেশনস কে দূরে সরিয়ে। একটা সাকসেসফুল কম্পানী দারিয়ে থাকে যোগ্য মানুষদের দিয়ে, কাছের মানুষদের দিয়ে না।